হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি ডক্টর খালিদ কাদৌমি পাকিস্তানের জাতিসংঘের প্রধান আল্লামা মুহাম্মদ আমিন শাহিদিকে টেলিফোন করে পাকিস্তানের এক জাতি এবং পাকিস্তানি জাতির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শান্তিপ্রিয় নাগরিকদের হত্যা বা কোনো বিশেষ সম্প্রদায়ের গণহত্যা একটি অমানবিক কাজ এবং কুচা রিসালদার শহীদদের রক্ত ইসলামী বিশ্বের রক্ত।
মানব সদৃশ জম্ত্রুরা যারা এই জঘন্য কাজটি করেছে তারা মুসলিম নয় বরং কাফের ও ইসলাম বিরোধী শক্তির প্রতিনিধি।
হামাস মসজিদ ও ইমামবারগাহ কুচা রিসালদার শহীদদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করে এবং শহীদদের মর্যাদার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, পাকিস্তানের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং সাম্প্রদায়িক মনোভাব জাগিয়ে তোলার জন্য ঔপনিবেশিক ও স্বৈরাচারী শক্তির এই সন্ত্রাসের বর্বরোচিত কাজ, যা কোনো মানুষের পক্ষেই গ্রহণযোগ্য নয়।
শিয়া ও সুন্নি ইসলামের দুই হাত এ ধরনের কৌশলে দুই মাযহাবকে বিভ্রান্ত করা মুশরিক, নাস্তিক শক্তি ও অত্যাচারী শাসকদের ষড়যন্ত্র।
মুসলিম উম্মাহকে সম্মিলিত শক্তি দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।